তুমি আমার নও,
এ কথা খুব সহজেই মেনে নিয়েছি...
তাই তোমায় ভেবে অনুভব করা বুকের ভেতরের তীব্র ব্যাথাটাকে, কষ্ট না ভেবে আমার অসুখ বলেই ধরে নিয়েছি...
আর দু'চোখ বেয়ে গড়িয়ে পড়া জলের কারন হিসেবে বারবার খুজে নিয়েছি, উড়ে আসা ধূলোবালি...
কিন্তু সব লুকিয়ে কাঁপা ঠোঁটে নকল হাসি আকাঁর যে যন্ত্রণা,,,তাকে কোন অসুখের নাম দেবো আমি............????