এত দূরে যে যেতে চাও তুমি 
বলো তো আমায় যাবে কোথায়?
আত্মার সাথে হৃদয়ের বাঁধন কি এভাবে 
এতো সহজেই ছেঁড়া যায় ? 
















বলো তো আমায়......
চাঁদ কি দেখবে না আর কোনদিন ? 
স্নান করবে না কখনো জোছনায় ?
বড্ড বোকা তুমি.......
আমিই যে সেই আকাশে থাকবো
কেমন করে থাকবে আমাকে না দেখে ?