একদিন এক ছেলে তার
প্রেমিকাকে বললঃ
"
আমি যদি কোনদিন
অন্ধ হয়ে যাই
তুমি কি করবে??"
মেয়েটি উত্তর
দিলোঃ
"
আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ
ডাক্তার এর কাছে চিকিসার জন্
নিয়ে যাব আর
সবচে ভালো চিকিসা করাব!!"
কিছু সময় পর ছেলেটি একই প্রশ্ন তার
মা কে করলো।।
"
মা,আমি যদি কোনদিন অন্ধ হয়ে যাই
তুমি কি করবে??"
মা হাসলেন আর
বললেনঃ "আমি আমার
চোখ দিয়ে দিব
কারন আমি আমার ছেলেকে এই
অবস্থাতে দেখতে পারব না!!"
মায়ের উত্তরই বলে দেয়
মা কি জিনিস!!
ধিক্কার সেসব
লোককে যারা বৃদ্ধা মাকে অবহেলা
আল্লাহ আমাকে সেই সকল নিকৃষ্ট
মানুষ
হওয়া থেকে রক্ষা করুন!!
মা তোমাকে ভালোবাসি, আর
সর্বদা ভালোবেসে যাবো।