স্বপ্ন দেখি বলে বেচেঁ আছি...
তোমার স্মৃতি মনে পড়ে বলে,
ভালবাসতে জানি....
একা নিভৃতে কাদঁতে পারি বলে,
সবার সামনে হাসি........
বুকেঁর মাঝে জমানো চাওয়া,
পাওয়া হবে না জেনে সামান্য
পাওয়ায় তৃপ্ত থাকি.......