1. অনুগ্রহপূর্বক বিষয়টি এড়িয়ে যাবেন না। আপনার একটি শেয়ারই খুঁজে দিতে পারে এই পথহারা পাঁচ শিশুর স্বজন! সারাক্ষণ 'মা মা' বলে কাঁদছে শিশুটি। সবার মধ্যে মাকেখুঁজে ফিরছে সে। বয়স আনুমানিক আট মাস। ১০ দিন আগে উত্তরা এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। আট বছরের শিশু সীমাকে গত ১৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট এলাকা থেকে উদ্ধার করা হয়। সে পুলিশকে জানিয়েছে, তার বাবার নাম মাহফুজ। বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে। ১৩ বছরের আশাকে ১৯ সেপ্টেম্বর মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। তার বাড়ি ফরিদপুরের আলব্দীপুরে, তার বাবার নাম লুৎফর। গত ৩১ জুলাই পল্টন এলাকা থেকে উদ্ধার করা হয় দুই বছরের আরেকটি মেয়ে শিশুকে। সে তার নাম-পরিচয় বলতে পারে না। গত ২১ সেপ্টেম্বর রমনা এলাকা থেকে উদ্ধার করা হয় শামীম নামের আট বছর বয়সী এক ছেলেকে। সে জানিয়েছে, তার বাড়ি গাজীপুরের কোনাবাড়ী এলাকায়। তার মায়ের নাম শাহনাজ। আট মাস বয়সের নাম না জানা এ শিশু মায়ের কোলে থেকে হাসিমুখে খেলাধুলা করার কথা তার। কিন্তু সে এখন রাজধানীর তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে। তার মতো আরো চারটি শিশু এখন ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে। পথহারা এ শিশুদের ফিরিয়ে দিতে স্বজনদের খুঁজছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি). সন্ধানপ্রার্থীদের ভিকটিম সাপোর্ট সেন্টার, তেজগাঁও থানা কমপ্লেক্স, মোবাইল ০১৭৪৫-৭৭৪৪৮৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।