লেখাটা লিখতে গিয়ে কতবার যে হাত কেপেছে
পড়ে দেখুন,নিজের বিবেকে নাড়া দেয় কিনা!!
***প্রথম মাস***
হ্যালো আম্মু.....!! কেমন আছো তুমি?
জানো আমি এখন মাত্র ৩-৪ ইঞ্চি লম্বা!!
কিন্তু হাত-পা সবই আছে তোমার
কথা শুনতে পাই,ভালো লাগে শুনতে
***দ্বিতীয় মাস***
আম্মু,আমি হাতের বুড়ো আঙ্গুল চুষা শিখেছি
তুমি আমাকে দেখলে এখন বেবি বলবে!
বাইরে আসার সময় এখনো হয়নি আমার
এখানেই উষ্ণ অনুভব করি খুব
***তৃতীয় মাস***
আম্মু তুমি কি জানো আমি যে একটা মেয়ে?
পরী পরী লাগবে আমাকে তুমি অনেক
খুশি হবে আমাকে দেখলে তুমি মাঝে মাঝে কাঁদো কেনো
আম্মু? তুমি কাঁদলে আমারও কান্না পায়
***চতুর্থ মাস***
আমার মাথায় ছোট্ট ছোট্ট চুল গজিয়েছে আম্মু
আমি হাত- পা ভালো ভাবে নাড়াতে পারি
***পঞ্চম মাস***
আম্মু তুমি ডক্টরের কাছে কেনো গিয়েছিলে?
কি বলেছে ডক্টর? আমি তার কথা শুনতে পারিনি, তোমার
কথা ছাড়া আমি কারো কথা শুনতে পারি না
***ষষ্ঠ মাস***
আম্মু আমি অনেক ব্যথা পাচ্ছি আম্মু, ডক্টর সুঁচের
মতো কি যেনো আমার শরীরে ঢুকাচ্ছে ওদের
থামতে বলো আম্মু আমি তোমাকে ছেড়ে কথাও
যাবোনা আম্মু
***সপ্তম মাস***
আম্মু কেমন আছো?
আমি এখন স্বর্গে আছি,একটা এন্জেল আমাকে
নিয়ে এসেছে এন্জেল বলেছে তোমাকে এবরশন
করতে হয়েছে তুমি আমাকে কেনো চাও না
*প্রতিটি abortion মানে___
•একটি হৃদস্পন্দন থেমে যাওয়া
•একটি হাসি থেমে যাওয়া
•দুটি হাত,যা কখনো কাউকে
স্পর্শ করতে পারবেনা
•দুটি চোখ,যা পৃথিবীর আলো দেখবেনা ।



0 Response to "First Manth??"
Post a Comment