দুপুরে ভার্সিটি থেকে ফেরার
পথে পকেটে দুই
হাত ঢুকিয়ে মাথা নিচু করে হাঁটছিলাম।
হঠাত খেয়াল করলাম আমার
সামনে থেকে মিষ্টি কন্ঠে এক
মেয়ে বলছে, "তোমার কথা ভাবতেই
তুমি সামনে এসে হাজির।"
আমি চোখ তুলে মেয়েটার
দিকে তাকালাম।
মেয়েটাকে চিনি বলে মনে করতে পারছিনা
সে যাই হোক... আমি না চিনলে ক্ষতি কি?
আমার মেমরি তো এমনিতেই বাজে।
সে নিশ্চয়ই আমাকে কোনভাবে চিনে।
মেয়েটার দিকে আরেকবার তাকাতেই...
ভিতরে ভিতরে মন নেচে উঠল,
"পাইলাম আমি এতদিন পর ইহাকে পাইলাম"।
আমার চোখের পলক পড়ছে না। খেয়াল
করলাম মেয়েটা এবার কোমরে হাত
দিয়ে ভ্রু
কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে।
চুলের ভিতর থেকে হাতড়ে হেডফোনটা বের
করে কাকে যেন বলল, "একটু হোল্ড
করো তো।"
এরপর আমার দিকে ফিরে বলল,
"রাস্তার
মাঝখানে দাঁড়াইয়া আছেন কেন? রাস্তা ছাড়েন",
বলে হনহনিয়ে হেঁটে চলে গেল।
লজ্জায় তখন আমার
মনে হচ্ছিলো রাস্তার
পাশের খোলা ম্যানহোলে লাফিয়ে পড়ি।
আমি কি আর বুঝছিলাম নাকি যে সে হেডফোনে অন্যজনকে বলছে
হোয়াই? হোয়াই? হোয়াই? আমার সাথেই
কেন