তোমার জন্য নতুন করে 
বাঁচতে শেখা
তোমার জন্য রঙচঙে সব
স্বপ্ন দেখা

তোমার জন্য নিত্য –নতুন
পদ্য লেখা
তোমায় ভেবেই মায়া কাজল
চোখে আঁকা

তোমার জন্য ভাবনা গুলো
মেলে পাখা
তোমায় নিয়ে দোল ফাগুনে
আবীর মাখা

তুমি আমার সাঁঝপিদিমের
আলোর শিখা
তোমার জন্য মেঘের পিছে
রূপোর রেখা

তোমায় ভেবেই ভিড়ের মাঝেও
আমি একা
তোমার জন্য আলোর আকাশ
মেঘে ঢাকা।।

তোমার জন্য