সমুদ্রে জলোচ্ছাস, এসো নাবিক;
প্রাচুর্য পিদিমে মন ভরে নিয়ে
মাঝসমূদ্রের জলবিলাস হবে মত্ত !
সেখান থেকেই হিমালয় চূড়ার ফাঁকগলে
উঁকি দেয়া পূর্ণিমার চাঁদকেও দেখাবো
মরনপণ আগুনের ভয়।
এসো,
নিরবধী তৃষ্ণার গানে খুন হয়ে যাই।