তোমাকে যে কতটা মিস
করি তা শুধু আমিই জানি,
আমি জানি আমি তোমাকে কতটা ভালোবাসি।
তোমার কথা ভাবতে ভাবতে ঘুম

হারিয়ে যায়, কেটে যায় অনেক রাত, আর এই তুমি সুখের অনুভূতিতে ঘুমিয়ে যাও,
হয়তো বা আমাকে তোমার
মনেও পড়েনা, কি আর করা, সত্যিকার
যদি ভালোবাসতে তাহলে বুঝতে আমার
কষ্টটুকু, জানি তুমি কখনো আমার হবেনা,
তবুও আমি তোমারি অপেক্ষায়
থাকি শুধু তোমাকে অনেক বেশি
ভালোবাসি বলে............