প্রকৃত ভালবাসার জন্য এটা জরুরী নয় যে,
তোমার জীবনে সবদিক থেকে যথার্থ 
মানুষটিকেই খুঁজে পেতে হবে,
প্রকৃত ভালবাসার অর্থ এটাই যে.....
তুমি জীবনে যাকেই পাও না কেন, 
তাকে তোমার যথার্থ ভাবে 
ভালবাসতে হবে।