গ্রামে শিক্ষার হার খুব কম দেখে সরকার থেকে একজন শিক্ষক নিয়োগ করলো গ্রামের মানুষদের শিক্ষার জন্য...

শিক্ষক গিয়ে পড়াতে লাগলেন, A for Apple, B for Ball...

এতে গ্রামের মানুষেরা কিছু বুঝতে না পারায় শিক্ষক অনেক ভেবে চিনতে একটা উপায় বের করলেন... আর পরের দিন পড়াতে লাগলেন এভাবে, A তে অজয়ের মা, B তে বাবলুর মা...... M তে মন্টুর মা, P তে পল্টুর মা...

সবাই কেমন বুঝছে সেটা দেখার জন্য শিক্ষক একদিন বোর্ডে W লিখে জিজ্ঞাসা করলেনঃ আচ্ছা বলতো এটাতে কি হবে??

সঙ্গে সঙ্গে একজন উঠে বললঃ এটাতো মন্টুর মা!!
 আচ্ছা মাস্টার,
আজ কি মন্টুর মা উল্টো হয়ে ঘুমোচ্ছে?????


ভাল লাগলে like দিন , ধন্যবাদ ।