যদি কখনো তুমি মনে করো কেউ তোমাকে 
আমার চেয়ে বেশি ভালোবাসতে পারে 
তবে তুমি তাঁকেই বেছে নিও ।


যদি কখনও এমন কাউকে পাও
যে তোমাকে আমার চেয়েও 
বেশি সুখ দিতে পারবে ।
তবে তুমি তার কাছে'ই যেও ।
আমি তোমাকে কখনও ফিরাবো না ।
কারণ তোমার সুখই যে আমার সুখ ।