ভালোবাসার মানুষটির
সাথে দুষ্টুমি করতে মাঝে মাঝে অনেক
ভালো লাগে....
ইচ্ছে করেই রাগিয়ে দেই...
ইচ্ছে করেই হাসাই...
আবার ইচ্ছে করেই তার মন খারাপ করে দেই।
কিন্তু যখন সে মন খারাপ করে থাকে
তখন তার চাইতে আমার মনটাই
আরও বেশি খারাপ হয়ে যায় ।
এতসব খুনসুটির পর শুধু একটা কথাই
বলতে ইচ্ছে করে,
"ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে......
ভালোবেসে ভালোবাসায়
বেধে যে রাখে..।"
সাথে দুষ্টুমি করতে মাঝে মাঝে অনেক
ভালো লাগে....
ইচ্ছে করেই রাগিয়ে দেই...
ইচ্ছে করেই হাসাই...
আবার ইচ্ছে করেই তার মন খারাপ করে দেই।
কিন্তু যখন সে মন খারাপ করে থাকে
তখন তার চাইতে আমার মনটাই
আরও বেশি খারাপ হয়ে যায় ।
এতসব খুনসুটির পর শুধু একটা কথাই
বলতে ইচ্ছে করে,
"ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে......
ভালোবেসে ভালোবাসায়
বেধে যে রাখে..।"



0 Response to "Love!!!"
Post a Comment