একটা সময় ছিল যখন একজনকে
আমি পাগলের মতো ভালোবাসতাম।
কিন্তু তার ভালোবাসা পাইনি , 
শুধু পেয়েছি তার অভিনয় ...
তবুও নিজের কষ্টকে লুকিয়ে রেখে
পাশে ছিলাম আমার ভালোবাসার ।
নিঃস্বার্থভাবে এখনও তার পাশে আছি ।
কিন্তু যখন তার কাছে .....
আমার থেকেও বেশী আপন অন্য কেউ হয়ে যায়,
তখন কি করে বুকে চেপে রাখবো কষ্ট ?
কি করে ধরে রাখবো নিজেকে ?
যার জন্য আজ সবকিছু করছি
তার কাছে'ই কোনো মূল্য নেই।
সত্যি সবকিছু আজ বড় অর্থহীন মনে হয় ।
মনে হয় আমার সব স্বপ্নগুলো
ছিল শুধুই এক দুঃস্বপ্ন......!!!!