মরনোত্তর চক্ষু দানের মতো যদি
মরনোত্তর ভালোবাসা দান করা যেতো
তবে আমার বুকে জমানো সব ভালোবাসা
তোমায় দিয়ে যেতাম ।
যে আমি কখনো তোমায়
বেঁচে থেকে একটু ছুঁতে পারিনি
সে আমি না হয় মৃত্যুর পরে
তোমার পুরো বুক জুড়ে থাকবো ।
এরচেয়ে পরম পাওয়া আর কি হতে পারে বলো ।
ক'জন পারে এমন করে তার প্রিয় এর বুকের মাঝে মিশে থাকতে ।