i love you
কি বলে ?কিছুই তো বুঝি না ?জোরে বলো জোরে
সামনে ভালেন্টাইনস দে ,আবার ভাষার মাস চলছে
এবার একটু জোরে আর অতএব বাংলায় বলে ছেলেটা , আমি তোমায় ভালবাসি রিয়া
ক্লাসের সবাই শুনেছে এমনকি রোলকলে ব্যস্ত স্যারও ।তবু কেউ কিছু বলছেনা ,যেন কিছু হয়নি
মেয়েটা চোখ বাকিয়ে দেখছে,এমনভাবে দেখছে যেন তার সামনে একটা লেবু আর একপ্লেট মাংস ভাত দেয়া আছে ।সুযোগ পেলেই চিপে রস বের করবে ।করে ডলে ডলে খাবে
অবশেষে মেয়েটা স্যারের কাছে বিচার দিয়েই দিল ।স্যার যেন এ সুযোগের প্রতীক্ষায় ছিলেন ।আচ্ছা ঝাড় আর সান্টিং দিয়ে শেষমেষ ক্লাস ছাড়া করলেন ছেলেটাকে
অপমান ও ক্ষোভে বেচারা ছেলেটা এক সপ্তাহ ক্লাস বর্জন করলো ।ততোদিনে মেয়েটা ভুল বুঝতে পারে ।লেবু বলে ভাবা ছেলেটাকে তার হঠাত্ শীতকালের ফল কমলা উপহার দিতে ইচ্ছে করে
ছেলেটার প্রতি দুর্বলতা বেড়ে গিয়ে একদিন টিফিন পিরিয়ডে কি যেন একটা চিরকুট ছেলেটার বইয়ে গুজে দেয়
এ দিকে ছেলেটাও বড্ড একগুয়ে ।একমাস পেরিয়ে গেলেও সে কোন জবাব দেয়নি
চিরকুটে লেখা ছিল ১৪ ফেব্রুয়ারী আমাকে সবার সামনে একটা লাল গোলাপ দিও ,আর আমি তোমাকে মনটা দিব ।i love u 2
ছেলেটার কি দোষ,মেয়েটাই তো বোকা । ছেলেরা কি এক বছরেও মেইন বই খুলে




0 Response to "Valaintnesday"
Post a Comment