মেয়ে : এই পিংকি টা কে ?
ছেলে : আমার FB ফ্রেন্ড
মেয়ে : তা তো দেখতেই পাচ্ছিশুধু ফ্রেন্ড নাকি অন্য কিছু ?
ছেলে : বাজে কথা বলবা না ।
মেয়ে : ও যদি শুধু তোমার ফ্রেন্ডই হয় তাইলে এত মাখামাখি ক্যান ?
ছেলে : মাখামাখির কি দেখলা?
মেয়ে : তোমার স্ট্যাটাসে তোমাদের কথোপকথন দেখে।তুমি কোন স্ট্যাটাস দিলে তোমার অন্য ফ্রেন্ডরা বলে পিংকি ছাড়া নাকি জমতেছে না ।আবার কেউ কেউ তো ওরে ভাবী বইলেও ডাকতেছে ।
ছেলে : ওরা শয়তানি করে।তুমি বললে আমি ওকে ব্লক করে দিবো ।
মেয়ে : আবার আমারে জিগাইতেছ ?
ছেলে : ঠিক আছে ওকে ব্লক করতেছি ।
এক মাস পর..........
মেয়ে : তোমার FB ভার্চুয়াল লাইফ তো পুরাই পিংকিময় ।
ছেলে : মানে কি ?? তুমি বলার পর ওই সেদিন ই ওকে ব্লক করে দিসিলাম ।
মেয়ে : X এই আইডিটা কার ।
ছেলে : :-| আমার । এটা পাইলা কোত্থেকে ?
মেয়ে : এই আইডির গতকালের স্ট্যাটাসেও পিংকির কমেন্ট দেখলাম। ওরে ব্লক দিসো তাইনা ?
ছেলে : এইটা থেকে ব্লক দিতেভুলে গেসিলাম । আমাকে ভুল বুজো না pls
মেয়ে : আশিকি 2 দেখছো?
ছেলে : হু
মেয়ে :ওই নায়কের কাহিনী তোমার সাথে মিলে গেছে !
ছেলে : কিভাবে ?
মেয়ে : আশিকি 2 এর নায়ক যেমন নায়িকাকে খুব ভালবাসে কিন্তু মদ কিছুতেই ছাড়তে পারে না তেমনি তুমিও হয়তো একজনকে ভালবাস তয় তোমার জানের জানপরানের পরান পিংকিকে কিছুতেই ছাড়তে পার না....ভালো থাকিস (!!)........টুটটুট টুটটুট........
.
(সত্য ঘটনা অবলম্বনে)