- কি খবর?? কি করিস!!
- তুই!! এতো রাতে!! তাও মিসকল না; ডিরেক্ট কল!!!

মাঝরাতে বান্ধবীর কল পেয়ে অবাকই হলাম।

- হুমম। কেনো?? আমি বুঝি তোকে কল করি না??
- না। তা করিস। জরূরী দরকারে। তা এই রাত দেড়টার
সময় কি মনে করে কল করলি?? আমি তোর কোন
কাজ এই মুহুর্তে করতে পারবোনা।
- আরে না। কোন দরকারে না। এমনিই কল দিলাম।
- তাই!! বাচলাম!! তা কিছু বলবি?? ঘুমাচ্ছিলাম।
- তুই কইরে??
- কেনো??
- না এমনিতেই।
- আমি বাসায়।
- ও!! আচ্ছা একটা কথা শোন।
- হুমম; বল।
- আমার এক ভাইয়া আছেন; কাকরাইল থাকেন।
বিয়ে করেননি। ভাইয়া বলতে ক্লাস থ্রিতে পড়বার
সময় ভাইয়া আমাদের পাশের বাসায় থাকতেন।
তিনি তার বাসায় লাঞ্চের দাওয়াত দিলেন।
- ভালো খায়া আয়।
-কিন্তু এইটা কি সেফ??
- তাইলে যাইস না।
- ভাইয়া রাগ করবে।
- তাইলে যা।
- কিন্তু ভাইয়া ব্যাচেলর্।
- তাইলে যাইস না।
- ভাইয়া আমাদের ফ্যামেলির খুব ক্লোজ।
- তাইলে যা।
- কিন্তু একা একা যাবো!!
- তাইলে যাইস না।
- ভাইয়া আমাকে পুরা বোনের মতো দেখতো।
- তাইলে যা।
- কিন্তু এত বছর পরে!!! কি জানি!!
- তাইলে যাইস না।
- কোন ফ্রেন্ড রাজী হচ্ছে না যেতে। ভয় পাচ্ছে।
- আমারে যাইতে কইস না!!
-তুই!! তোরে কমু ক্যান!!
তোরে নিয়া গেলে কি ভাববো??
-সেটাই!!
- তাইলে কি যামু??
-যা।
- রিস্কি হয়া যায় না??
- যাইস না।
- একটা ক!! দুই রকম ডিসিশন দেস ক্যান!!!
- আমি কি কমু!! তোরে সাপোর্ট দিতাছি খালি!!
- তুই আসলেই গান্ডু। তোরে কল করাটাই ভুল।
- বুঝতে পারসস তাইলে।
- ধুররর্। তোরে আর কলই দিমু না।
- আলহামদুলিল্লাহ! !!
- তাইলে; কি কস?? যামু??
-যা।
- রিস্ক হয়া গেলো না???
না,না,না,.....................................................

ভাল লাগলে like দিন , ধন্যবাদ ।