আজ যদি মন থেকে কখনও কিছু চাই,
সে শুধু তুমি........... ­.
আমি যদি সত্যিই কাউকে ভালোবেসে থাকি,
সে শুধু তুমি...........
এখন যদি কাউকে খুব দেখতে ইচ্ছে করে,
সেও শুধু তুমি...........
যদি বিধাতার পর কাউকে মনে রেখে থাকি,
সে কে জানো?
শুধু তুমি........... ­