adsense

Mon Pakhi

Posted on 4:32 AM In: ,


Hey Imander Goan

Posted on 4:18 AM In: ,


Hey Jhubak

Posted on 4:17 AM In: ,


Funny Jokes,

Posted on 10:37 PM In: ,
শিক্ষকঃ “কাল স্কুল কেন
আসো নি?”
পাপ্পুঃ “বার্ড ফ্লু
হয়েছিল”
শিক্ষকঃ “বার্ড ফ্লু
তো পাখিদের হয়!”
পাপ্পু
রেগে গিয়েঃ “কোন দিন
মানুষ
মনে করছেন আমাকে?
!
রোজ রোজ
তো মুরগী বানায় নিল
ডাউন
করায় রাখেন” ........





Samporko !!!

Posted on 10:32 PM In: , ,
সম্পর্কটা তখন নয়,যখন দুইজন মানুষ
একে অপরকে বুঝে হাত ধরে..
সম্পর্কটা হলো তখন যখন
অনেক ভুল বোঝাবুঝি থাকার পরেও
একজন আরেক জনকে ছেড়ে যায় না,
এবং হাজারও কষ্টের মাঝে কেউ 
কারো হাত ছেড়ে দেয় না..!!!!!





Tumi amar Nou!!!!

Posted on 10:29 PM In: , ,
তুমি আমার নও,
এ কথা খুব সহজেই মেনে নিয়েছি...
তাই তোমায় ভেবে অনুভব করা বুকের ভেতরের তীব্র ব্যাথাটাকে, কষ্ট না ভেবে আমার অসুখ বলেই ধরে নিয়েছি...
আর দু'চোখ বেয়ে গড়িয়ে পড়া জলের কারন হিসেবে বারবার খুজে নিয়েছি, উড়ে আসা ধূলোবালি...
কিন্তু সব লুকিয়ে কাঁপা ঠোঁটে নকল হাসি আকাঁর যে যন্ত্রণা,,,তাকে কোন অসুখের নাম দেবো আমি............????





Love!!!

Posted on 10:27 PM In: ,
ভালোবাসার মানুষটির
সাথে দুষ্টুমি করতে মাঝে মাঝে অনেক 
ভালো লাগে....
ইচ্ছে করেই রাগিয়ে দেই...
ইচ্ছে করেই হাসাই...
আবার ইচ্ছে করেই তার মন খারাপ করে দেই।
কিন্তু যখন সে মন খারাপ করে থাকে
তখন তার চাইতে আমার মনটাই
আরও বেশি খারাপ হয়ে যায় ।
এতসব খুনসুটির পর শুধু একটা কথাই
বলতে ইচ্ছে করে,
"ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে......
ভালোবেসে ভালোবাসায়
বেধে যে রাখে..।"





একটা সময় ছিল যখন একজনকে
আমি পাগলের মতো ভালোবাসতাম।
কিন্তু তার ভালোবাসা পাইনি , 
শুধু পেয়েছি তার অভিনয় ...
তবুও নিজের কষ্টকে লুকিয়ে রেখে
পাশে ছিলাম আমার ভালোবাসার ।
নিঃস্বার্থভাবে এখনও তার পাশে আছি ।
কিন্তু যখন তার কাছে .....
আমার থেকেও বেশী আপন অন্য কেউ হয়ে যায়,
তখন কি করে বুকে চেপে রাখবো কষ্ট ?
কি করে ধরে রাখবো নিজেকে ?
যার জন্য আজ সবকিছু করছি
তার কাছে'ই কোনো মূল্য নেই।
সত্যি সবকিছু আজ বড় অর্থহীন মনে হয় ।
মনে হয় আমার সব স্বপ্নগুলো
ছিল শুধুই এক দুঃস্বপ্ন......!!!!


স্বপ্ন দেখি বলে বেচেঁ আছি...
তোমার স্মৃতি মনে পড়ে বলে,
ভালবাসতে জানি....
একা নিভৃতে কাদঁতে পারি বলে,
সবার সামনে হাসি........
বুকেঁর মাঝে জমানো চাওয়া,
পাওয়া হবে না জেনে সামান্য
পাওয়ায় তৃপ্ত থাকি.......


“SORRY”

Posted on 10:03 PM In: ,
-হ্যালো শাহেদ ,তুমি কোথায় ? ফোন ধরতেছো না কেন?
-আমি মাত্র ঘুম থেকে উঠলাম ।
-মানে! এখন কয়টা বাজে দেখছ?
আমাদের ১১ টায় আমাদের দেখা করার কথা ?
এখন বাজে ১২টা । আমি ১ ঘণ্টা ধরে একা একা বসে আছি । আর তুমি এখন মাত্র ঘুম থেকে উঠছ !
-আমি ১০ মিনিটের মধ্যে আসতেছি ।
-তুমি কি আমার সাথে ফাজলামি করতেছ ?তোমার বাসা থেকে আসতে কমপক্ষ বিশ মিনিট লাগে ।
- না না, আমি তোমার জন্য উড়ে উড়ে ১০ মিনিটের মধ্যে চলে আসব । রাগ করো না জান ।
-ঢং রাখো তো ! প্রত্যেকটা বার তোমার সাথে দেখা করার সময়
আমাকে অনেকক্ষণ একা একা বসে থাকতে হয় । তুমি কি কোনদিনই ঠিক হবা না?
-এই শেষ । এরপর থেকে আর এক মিনিটও দেরী করব না । এইবারের মতো মাফ করে দাও ।
-আচ্ছা , ঠিক আছে । তুমি তাড়াতাড়ি আসো । বাই।
ফোন রেখে দিল রিয়া ।আজকে তাদের রিলেশনের প্রথম বর্ষপূর্তি । শাহেদের জন্য আনা গিফটের প্যাকেট হাতে নিয়ে লেকের পাড়ের
বেঞ্চিতে বসে আছে রিয়া মনে মনে ভাবছে আজকে শাহেদ আসলে তাকে ইচ্ছামতো ঝারবে।
যদিও রিয়া কখনই সেটা পারেনি । শাহেদকে দেখলেই তার রাগ পানি হয়ে যায় ।
ছেলেটাকে যে কেন এত বেশী ভালবাসে সেটা সে জানে না । ৩০ মিনিট পর আবার শাহেদের
নাম্বারে ডায়াল করলো রিয়া । কিন্তু শাহেদের ফোন বন্ধ পেল রিয়া । পরবর্তী ১ ঘণ্টা চরম ধৈর্যের পরিচয় দিয়ে বিরতিহীনভাবে শাহেদের
নাম্বারে ডায়াল করেও ফোন খোলা পেল না রিয়া । কষ্টে অভিমানে রিয়ার চোখে পানি চলে এল ।হাতের গিফটের
প্যাকেটটা লেকের পানিতে ছুঁড়ে ফেলে দিয় বাসায় এসে কাউকে কিছু না বলে নিজের
রুমে এসে দরজা বন্ধ করে দিল । বিছানায় শুয়ে অঝোরে কাঁদতে লাগল রিয়া । ব্যাগ


থেকে মোবাইল বের করে সুইচড অফ করে টেবিলের ড্রয়ারে রেখে দিল ।ড্রয়ারে
মেডিসিনের বাক্সটা চোখে পড়তে সেট । ভিতর থেকে ঘুমের ট্যাবলেটটা বের করে ৪
টা ট্যাবলেট খেল । ৩০ মিনিটের মাঝেই রিয়া গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লো ।
রাত ৩ তার দিকে হটাৎ করে রিয়ার ঘুম ভেঙ্গে গেল । বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে

জানালা দিয়ে বাইরে তা কে যেন বৃষ্টির মাঝে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে ।
ভালো করে খেয়াল করে দেখল শাহেদ দাঁড়িয়ে আছে । হাতের প্ল্যাকার্ডে বড় করে “SORRY”লেখা । ওকে এই অবস্থায়
দেখেই তার সব রাগ পানি হয়ে গেল । তাড়াতাড়ি ড্রয়ার থেকে মোবাইল বের করে সেটা অন করলো । অন করার
সাথে সাথে একসঙ্গে প্রায় ১০ টার মতো মেসেজ আসল ।প্রথম মেসেজটা পাঠিয়েছে তা
বেস্ট ফ্রেন্ড সীমা ।মেসেজটা পড়ে সে পাথর হয়ে গেল । মুখ থেকে অস্ফুট একটা শব্দ বের হল ।
সে বিশ্বাস করতে পারল না। আবার বাইরে তাকাল ।
দেখল যেখানে শাহেদ দাঁড়িয়ে ছিল সেখানে কেউ নেই । আবার মেসেজটা পড়ল, “শাহেদ আজকে দুপুর ১২.৩০ এর দিকে রিক্সা এক্সিডেন্টে.......,,

SOMURDHRO!!!

Posted on 9:51 PM In: ,
সমুদ্রে জলোচ্ছাস, এসো নাবিক;
প্রাচুর্য পিদিমে মন ভরে নিয়ে
মাঝসমূদ্রের জলবিলাস হবে মত্ত !
সেখান থেকেই হিমালয় চূড়ার ফাঁকগলে
উঁকি দেয়া পূর্ণিমার চাঁদকেও দেখাবো
মরনপণ আগুনের ভয়।
এসো,
নিরবধী তৃষ্ণার গানে খুন হয়ে যাই।





HEY PRETTY!!!

Posted on 9:45 PM In: ,
এক তরুনী ফেইসবুকে চ্যাটিং করতেছে।
অচেনা একলোক তাকে বলল-
অচেনা লোকঃ HEY PRETTY, প্লিজ
তোমারমেইল
আইডি-টা আমায় দিবে???
মেয়েঃ OH SURE, কেন নয়??
আমার মেইল আইডি হলঃ
i_have_a_boyfriend_and_
ilove_him_very_much@getlost.com
.
.
. .
.
.
অচেনা লোকঃ আর আমার মেইল আইডি-
টা হলঃi_
am_your_father_and_you_willbe_
punished@home.com

Has You'r queen!!!

Posted on 9:36 PM In: ,







 ভালোবাসা মোরে ভিখারি করেছে
তোমারে করেছে রাণী ।
তোমারই দুয়ারে কুড়াতে এসেছি
ফেলে দেওয়া মালাখানি,

নয়নের জলে যে কথা জানাই
সে ব্যথা আমার কেহ বোঝে নাই
মেঘের মরমে যে মিনতি কাঁদে
চাঁদ বুঝিবে না জানি;

ভালোবাসা মোরে ভিখারি করেছে
তোমারে করেছে রাণী ।
মাধবীলতা গো আজ তুমি
আছ ফুলের স্বপন সুখে

একদিন যবে ফুল ঝরে যাবে
লুটাবে ধূলির বুকে ।
খেয়ালী প্রেমের খেলা বোঝা দায়,
কখনো হাসায় কখনো কাঁদায়

মুক হয়ে যায় কারও মুখরতা,
কারও মুখে জাগে বাণী
ভালোবাসা মোরে ভিখারি করেছে
তোমারে করেছে রাণী ।

"ভালোবাসা মোরে ভিখারি করেছে"
___ কাজী নজরুল ইসলাম

Natural Love!!!

Posted on 9:30 PM In: ,
প্রকৃত ভালবাসার জন্য এটা জরুরী নয় যে,
তোমার জীবনে সবদিক থেকে যথার্থ 
মানুষটিকেই খুঁজে পেতে হবে,
প্রকৃত ভালবাসার অর্থ এটাই যে.....
তুমি জীবনে যাকেই পাও না কেন, 
তাকে তোমার যথার্থ ভাবে 
ভালবাসতে হবে। 







Kiyamater Din ?

Posted on 9:24 PM In: ,
“কিয়ামতের দিন বান্দার দু‘পা একটুও নড়বে না যতক্ষণ না জিজ্ঞেস করা হবে তার জীবনকাল সম্পর্কে: সে তা কোন পথে অতিবাহিত করেছে; 
জিজ্ঞেস করা হবে তার জ্ঞান সম্পর্কে, সে জ্ঞান অনুযায়ী কী কাজ করেছে; 
জিজ্ঞেস করা হবে তার ধন-সম্পদ সম্পর্কে, সে তা কোথা থেকে উপার্জন করেছে এবং কোন খাতে ব্যয় করেছে এবং 
জিজ্ঞেস করা হবে তার শরীর সম্পর্কে, কোথায় সে তা ক্ষয় করেছে।” - (ইমাম তিরমিযী হাদিসটি বর্ণনা করেন এবং বলেন: এই হাদিসটি হাসান সহীহ)।




এত দূরে যে যেতে চাও তুমি 
বলো তো আমায় যাবে কোথায়?
আত্মার সাথে হৃদয়ের বাঁধন কি এভাবে 
এতো সহজেই ছেঁড়া যায় ? 
















বলো তো আমায়......
চাঁদ কি দেখবে না আর কোনদিন ? 
স্নান করবে না কখনো জোছনায় ?
বড্ড বোকা তুমি.......
আমিই যে সেই আকাশে থাকবো
কেমন করে থাকবে আমাকে না দেখে ?

এক মহিলা হাসপাতালে ভর্তি ছিল
তার ছেলে, আত্মীয় সবাই তার পাশেই
ছিল কয়েক ঘণ্টার মধ্যে সে মারা যায়।
তার ছেলে সারাদিন কান্না করে 
নিজেই অসুস্থ হয়ে যায়! পরের দিন 

















ঘরে এসে যখন মা এর আলমারি খুলে 
দেখল একটা চিঠি আর কিছু ওষুধ!!
চিঠি তে লিখা “ ওষুধ গুলো খাস বাবা!!
আমি জানি তুই কান্নাকাটি করলে তোর
ঠাণ্ডা লেগে যায়!!
মা এর ভালোবাসা আসলেই পরিমাপ
করা যায় না!!
আসুন আজ মা বাবা এর প্রতি প্রার্থনা
করি যেন আমাদের জন্য
তাদের কষ্ট না হয় কোনদিন এবং
আল্লাহ তাদের কে হায়াত দান করুক । 

Jokes

Posted on 4:04 AM In: ,
যখন আমি পড়ার টেবিলে পড়ছিলাম
তখন আমার আম্মু
আমাকে ডাকছিল ।
.
.
কিন্তু আমি কোন সাড়া দিলাম না !
আমি গভীর পড়ালেখায় ব্যস্ত ছিলাম

.
কিন্তু আম্মু আমাকে বার বার
ডাকতেই থাকল !
.
আমি তখন চিত্কার
করতে বলতে লাগলাম....
"
আমাকে DISTURB করনা..
আমার সামনে ফাইনাল
পরীক্ষা..
আমাকে পড়তে দাও,আমাকে পড়তে দ
.
আম্মু তখন
আমাকে জোড়ছে একটা থাপ্পড় দিল
আর বলল.....
.
.
.
.
.
.
.
.
.
.
.
"
স্বপ্ন দেখা বন্ধ কর...
আগে ঘুম
থেকে ওঠ...গাধা"

Maa Tumi Ki Jinis?

Posted on 3:58 AM In: ,


একদিন এক ছেলে তার
প্রেমিকাকে বললঃ
"
আমি যদি কোনদিন
অন্ধ হয়ে যাই
তুমি কি করবে??"
মেয়েটি উত্তর
দিলোঃ
"
আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ
ডাক্তার এর কাছে চিকিসার জন্
নিয়ে যাব আর
সবচে ভালো চিকিসা করাব!!"
কিছু সময় পর ছেলেটি একই প্রশ্ন তার
মা কে করলো।।
"
মা,আমি যদি কোনদিন অন্ধ হয়ে যাই
তুমি কি করবে??"
মা হাসলেন আর
বললেনঃ "আমি আমার
চোখ দিয়ে দিব
কারন আমি আমার ছেলেকে এই
অবস্থাতে দেখতে পারব না!!"
মায়ের উত্তরই বলে দেয়
মা কি জিনিস!!
ধিক্কার সেসব
লোককে যারা বৃদ্ধা মাকে অবহেলা
আল্লাহ আমাকে সেই সকল নিকৃষ্ট
মানুষ
হওয়া থেকে রক্ষা করুন!!
মা তোমাকে ভালোবাসি, আর
সর্বদা ভালোবেসে যাবো।

Smart Boy?

Posted on 3:55 AM In: ,
ইন্টারভিউ কক্ষে বল্টু মিয়াঃ
অফিসারঃ আপনার "ওয়ার্ড পাওয়ার"
দেখা যাক। "ভালো"র বিপরীত?
বল্টুঃ খারাপ
অফিসারঃ যাওয়া
বল্টুঃ আসা
অফিসারঃ কুসি
বল্টুঃ সুসিত!!
অফিসারঃ সুসিত???
বল্টুঃ কুসি
অফিসার (রাগান্বিত হয়): চুপ করেন
মিয়া
বল্টুঃ বলতে থাকেন বিবি!!
অফিসার (আরো রেগে): অনেক
হয়েছে। আপনি যেতে পারেন।
বল্টুঃ কিছুই হয়নি!
আপনি আসতে অক্ষম!!
অফিসার (ততোধিক রাগান্বিত
স্বরে): হোয়াট দা হেল ইজ রং উইদ
ইউ?
বল্টুঃ হোয়াট দা হেভেন ইজ রাইট
উইদ ইউ!!
অফিসার (চিকার করে):
বেরিয়ে যাও
বল্টু (আরো নরম স্বরে): ভিতরে আসো!!
অফিসার (হতাশ হয়ে): ওহ মাই গড
বল্টুঃ ওহ ইউর ডেভিল!!
অফিসার (নরম স্বরে):
আপনি"রিজেক্টেড"
বল্টু (চিকার করে):
আমি"সিলেক্টেড"; ধন্যবাদ স্যার..

adsense

Online


web stats

Translate

Powered by Blogger.

Blog Archive

adsense

Blog Archive