adsense

Bangla Natok Bondhu Amra Tinjon

Posted on 1:39 AM

Naujhubillah Min Jhallimin!!!

Posted on 9:06 AM


dealy helth!!!

Posted on 8:40 AM


































http://pplbd.blogspot.com/

এক লিটার তেলে ১০০ কিলোমিটার চলে, এমন গাড়ির স্বপ্ন অনেকদিনের৷ ওদিকে গাড়িতে নিত্যনতুন আরামের ব্যবস্থা করা হচ্ছে, লাগানো হচ্ছে নতুন প্রযুক্তি৷ ফলে গাড়ির ওজন বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে তেল-খরচ৷ 
এই গোলকধাঁধা থেকে বের হয়ে আসার জন্য চাই সম্পূর্ণ নতুন ধরনের গাড়ি, যা হবে শুধুই গাড়ি, শুধুই পথ চলার বাহন, সহজ এবং ওজনে হালকা৷ জার্মানির ট্রিয়ার শহরের একটি পলিটেকনিক ইনস্টিটিউট৷ এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও তথ্যপ্রযুক্তির ছাত্ররা বিকল্প, কম জ্বালানি খরচের ড্রাইভ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন
তরুণ গবেষকদের সর্বাধুনিক প্রকল্প হলো: দৈনন্দিন প্রয়োজনে ব্যবহারযোগ্য একটি ইলেকট্রিক কার, যা এক লিটার পেট্রোলের সমপরিমাণ জ্বালানি খরচ করে ১০০ কিলোমিটার চলতে পারে৷ সত্যিকারের এক-লিটারে-একশো-কিলোমিটার গাড়ির প্রোটোটাইপ তৈরি করা হয়েছে বটে, কিন্তু ট্রিয়ার অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রফেসর হার্টমু্ট সপকে সেই ধরনের একটি গাড়িকে সিরিজ প্রোডাকশনে নিয়ে যেতে চান৷ তিনি বলেন, ‘‘আমাদের পদ্ধতির বিশেষত্ব হলো এই যে, আজকাল সব ধরনের কমফর্ট এবং রোড পারফর্মেন্স যুক্ত যে সব গাড়ি পাওয়া যায়, আমরা তার এক-লিটার সংস্করণ বানানোর চেষ্টা করছি না৷ বরং আমরা একটা সম্পূর্ণ নতুন ধারণা দিয়ে শুরু করেছি: আমরা গাড়িটিকে কোনোরকম বাহুল্য ছাড়া শুধু তার আবশ্যক ও প্রয়োজনীয় অংশগুলি দিয়ে গড়ব৷'' 
সব ধরনের যাত্রার জন্য একই বাহন নয়

এক লিটার তেলে ১০০ কিলোমিটার চলে, এমন গাড়ির স্বপ্ন অনেকদিনের (ফাইল ফটো)

ধারণাটির নতুনত্ব হলো এই যে, ভবিষ্যতের ইলেকট্রিক কার চলবে হয় দূর পথে, নয়তো শহরের ট্র্যাফিকে৷ এ সব কাজ একাই করতে পারে, এমন অল-রাউন্ডার গাড়ি আর তৈরি করা হবে না৷ প্রফেসর সপকে বলেন, ‘‘সব কাজ ভালোভাবে করতে পারে এমন গাড়ি আর পাওয়া যাবে না৷ ও ধরনের সব-করিয়ে গাড়ির অর্থ হলো, সবচেয়ে বড়, ভারি এবং শক্তিশালী গাড়িটা নেওয়া৷ স্বভাবতই দূরপাল্লার জার্নির জন্য আমাদের এক ধরনের গাড়ি লাগবে; আবার নিকটপাল্লার দৌড় কিংবা শহরে চলাচলের জন্য আরেক ধরনের গাড়ি লাগবে৷''
ভবিষ্যতের সেই গাড়ির একটা স্টাডি আর একটা স্কেলিটন বডিওয়ার্ক আছে মাত্র৷ ফোর-সিটার গাড়িটার ওজন ৪৫০ কিলোর বেশি হলে চলবে না৷ গাড়িটা সহজ এবং হালকা হতে হবে, কেননা যতো হালকা গাড়ি, ততোই সে গাড়িতে কম জ্বালানি খরচ হবে৷ ডেভেলপমেন্ট টিম সেজন্য এশিয়ার একটি স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করছে৷ সপকে বলেন, ‘‘জ্বালানি খরচ কম করার জন্য সবচেয়ে জরুরি হলো গাড়ির ওজন কমানো, কেননা গাড়ির ড্রাইভিং রেসিস্ট্যান্সের ৭০ থেকে ৮০ শতাংশ আসে তার ওজন থেকে – অন্তত শহরের ভিতরে গাড়ি-চলাচলে, যখন গাড়ি বিশেষ জোরে চলে না৷''
গাড়ির পক্ষেও ওজন কমানো দুরূহ ব্যাপার
ওজন কী ভাবে কমানো যায়, প্রফেসর সপকে সেটা দেখালেন দু'টি গাড়ির সিটের মধ্যে তুলনা করে৷ তাদের মধ্যে একটি ভারি কিন্তু আরামদায়ক, অন্যটা হালকা এবং পুরোপুরি কর্মক্ষম, কিন্তু বিশেষ আরামদায়ক নয়৷ সপকে'র ভাষ্যে, ‘‘এ দুটো হচ্ছে সম্পূর্ণ বিপরীত ধরনের সিট৷ প্রথমটা একটা উঁচু মানের গাড়ি থেকে; এটার ওজন ৩০-৪০ কিলোগ্রাম৷ আজ একটা গাড়ির সিটে যা কিছু পাওয়া যায়, তার সবই এটায় রয়েছে: এটার অ্যাঙ্গল অ্যাডজাস্ট করা যায়; এটা দিয়ে ম্যাসাজ করানো যায়; ভেন্টিলেশন, বাকি সব কিছু৷ অপরদিকে রয়েছে এই ন্যাচারাল ফাইবারের তৈরি সিট, যা অতি পাতলা করে তৈরি করা হয়েছে: গাড়ির ড্রাইভার যাতে ঠেস দিতে পারেন; অ্যাক্সিডেন্ট হলে যা ভাঙবে না; আর যাতে সিট বেল্ট লাগানো চলবে৷ এ সিট-টার ওজন দেড় কিলোগ্রাম৷''
গাড়ির সিট এবং ভিতরের অন্যান্য অংশ ন্যাচারাল ফাইবার দিয়ে রিইনফোর্স করা প্লাস্টিক দিয়ে তৈরি৷ এই ন্যাচারাল ফাইবার হলো জুট, অর্থাৎ পাট, একটি রজনের সঙ্গে মিশিয়ে যা শক্ত করা হয়৷ এই নতুন, হালকা গাড়ির সিট কোনো দুর্ঘটনা ঘটলে সে ধাক্কাও সামলাতে পারে৷ ল্যাবরেটরি-তে তা পরীক্ষা করে দেখা হয়৷
তন্বী টায়ার
গাড়ির টায়ারেরও ওজন কমানো যায়৷ টায়ারগুলো সরু এবং পুরো পাম্প করা হওয়া চাই৷ তা সত্ত্বেও রোডহোল্ড ভালো থাকবে, সুন্দরভাবে রোল করবে এবং দীর্ঘকাল ধরে কাজ দেবে৷ সপকে ব্যাখ্যা করলেন, ‘‘আজকাল প্রাইভেট গাড়িতে সাধারণত ২০০ মিলিমিটার চওড়া টায়ার ব্যবহার করা হয়৷ এই ১০০ মিলিমিটার চওড়া টায়ারটার ক্রস সেকশন দেখলে খেয়াল করবেন যে, এই টায়ারের ট্রেড-এর প্রোফাইলটা খুব পাতলা, কাজেই গাড়ি চলার সময় তার ডিফর্মেশনও খুব কম হয়৷''
ট্রিয়ারের অভিনব ফোরসিটার শেষ না হওয়া পর্যন্ত প্রোটোটাইপ নিয়ে কাজ চলবে, যেমন ১৫০ কিলোগ্রাম ওজনের ‘‘এয়ারিস'' গাড়ি, যার দু'টি ইলেকট্রিক মোটর সামনের হুইল কেসে বসানো: এটাও জ্বালানি বাঁচানোর একটা উপায়, যা নতুন ফোরসিটারটায় কাজে লাগানো হতে পারে৷




Funny Jocks

Posted on 5:30 AM In:



গল্পটা পড়ে দেখার অনুরোধ রইল । যদি আপনি এই গল্পটা পরেন তাহলে আপনার সময় নষ্ট বিফলে যাবে না । টিফিন এর সময় সব ছেলে-মেয়ে টিফিন করতে বাইরে গেল । সবাই ক্লাস থেকে বের হয়ে কেউ কেউ গেল ক্যান্টিন এ আবার
কেউ কেউ মাঠে খেলতে । কিন্তু এর থেকে একটি ছেলে এর কোনটিতেই গেল না । মাঠের এক কোনে , গাছের নিচে বসে আছে । প্রতিদিন ই এই রকম দেখা যায় । ক্লাসে এ অনেকেই এই ছেলেটিকে দেখতে পারে না । ছেলেটার জামা নোংরা , চুল গুলো এলোমেলো । আর বাকিদের , সুন্দর জামা -কাপড়। সুন্দর করে পরিপাটি করে আসে সবাই শুধু ঐ ছেলেটি ছাড়া । সামনে পরীক্ষা । স্কুলে টাকা দিতে হবে । সবাই যার যার বাসায় জানায় । সবার বাবা-মা এসে টাকা পরিশোধ করে গেছে । শুধু ঐ ছেলেটির পরীক্ষার ফি বাকি । ছেলেটি ক্লাসে আসলেই স্যার ফি এর কথা জিজ্ঞাসা করে । আর ছেলেটি চুপ করে থাকে । এই ভাবে ২-৩ দিন গেল । স্যার রা বুঝতে পারলো , এই ছেলে ার টাকা দিতে পারবে না । হেড স্যারের কাছে নিয়ে ছেলের নামে নালিষ করলো । হেড সার ছেলেটিকে তার রুমে ডাকলো । অনেক বকা ঝকা করলো । বাবা-মা দিয়ে পরের দিন ক্লাসে আসতে বলল । "প্রথম দিন তোমার বাবা-মা এসে সেই যে ভর্তি করে দিয়ে গেল আর তাদের মুখ এ দেখলাম না ১ বছরের । কাল যদি তোমার বাবা-মা আমার সাথে দেখা না করে তুমি আর ক্লাসে আসবে না । এখন যাও । " ছেলেটির বয়স তত বেশী হবে সা ।১৪-১৫ . ছেলেটি কাদতে কাদতে ক্লাসে গিয়ে তার ছিড়া - ব্যাগ টি নিয়ে বের হয়ে গেল স্কুল থেকে । সেই থেকে ছেলেটি আর স্কুলে আসে না । অনেক দিন পর সেই স্কুলের হেড স্যার একদিন রাস্তায় রিক্সার জন্য দাড়িয়ে ছিল । কোথা থেকে যেন একটা রিক্সা এসে বলল , স্যার উঠেন । স্কুলে যাবেন ? স্যার একটু আশ্চর্য হয়ে রিক্সা চালকটির দিকে তাকিয়ে রইলো । একটা ১৪-১৫ বছরের ছেলে রিক্সা চালাচ্ছে । স্যার আরও বেশী অবাক হল , যখন দেখলো এই ছেলেটা সেই ছেলে . যাকে সে স্কুল থেকে বের করে দিয়ে ছিল । স্যার আর কথা বলতে পারলো ণা । চুপ করে রিক্সায় উঠে বসলো। ছেলেটি কথা বলতে শুরু করলো। " স্যার , আমাকে চিনছেন ? = স্যার , না (না চিনার ভান করে বলল - ) "স্যার ঐ দিন পরীক্ষার ফি দিতে পারি নাই তাই আমাকে বের করে দিছিলেন। আমি সেই ছেলে । = হুম . চিনতে পারছি " স্যার আপনে ঐ দিন আমারে স্কুল থেকে বের না করে দিয়ে আমি , আজ না খেয়ে মরতাম । = মানে " স্যার আমি এতিম । রাস্তায় রাস্তায় ঘুরতাম । আর বিভিন্ন স্কুলের সামনে দারাইয়া থাকতাম আর ভাবতাম আমি যদি পরতে পারতাম । একদিন একটা , সাহেব তার বউ আমারে দেইখা , আপনার স্কুলে ভর্তি করাইয়া দিছিল। আমি অনেক খুশি ছিলাম । কিন্তু স্কুলে ভর্তি করানোর পর আর সেই সাহেব- মেডাম রে দেখি নাই । আর আমি পাগলের মত , খাইয়া না খাইয়া সারা দিন স্কুলে পইরা থাকতাম । সাবই যখন টিফিন খেত , আমি দূরে এক কোনে বসে বসে , সবা্র খাওয়া দেখতাম । আর কান্না করতাম । ক্ষিধা অনেক লাগতো । কিন্তু ক্লাস করতে বেশী ভাল লাগতো । তাই না খাই য়া ক্লাস করতাম । আর রাতে গিয়া রাস্তার পাশে ঘুমাইতাম । আপনে আমারে স্কুল থেকে বের করে দেবার পর বুঝতে পারলাম , পড়া শুনা আমাদের জন্য না । যাদের পেটে ১ বেলা বরপেট খাবার জুটে না , বাবা- মা নাই তাদের জন্য পড়া লেখা না । তাই ঐ দিন থেকে স্যার আমি রিক্সা চালাই তাছি । এখন স্যার প্রতিদিন ৩ বেলা হোটেল এ ২ প্লেট ভাত , সাথে মাছ , ডাইল . দিয়া পেট ভইরা ভাত খাই । ..... স্যার মাফ কইরা দিয়েন , আমি কি সব বকবক কইরা আপনেরে ডিস্টার্ব করতাছি । স্যার স্কুল আইসা পরছে । = এই নেও ভাড়া । " স্যার এই ডা কি কন ? আপনি আমার স্যার , আপনার থেকে আমি টাকা নিয়া বেয়াদবি করতে পারমু না । স্যার । বলে ছেলেটা চলে গেল । আর ততখনে , হেড স্যারের , দুচোখ দিয়ে অঝর পানি পড়ছে । রিক্সায় যাও রুমাল দিয়ে মুছতেছিল , কিন্তু এখন যেন আর মুছে শেষ করা যাচ্ছে না । যেই ছেলে টা কে সে , না জেনে অনেক কথা শুনিয়ে স্কুল থেকে বের করে দিয়ে ছে , আহ সেই ছেলে তাকে এত সম্মান দিল ? স্যার হাটতে হাটতে আর চোখের পানি মুছতে মুছতে নিজের রুমে ডুকলেন । " আসুন না , আমরা এই রকম কিছু গরীব ছেলেদের সাহায্যে এগিয়ে আসি । একদিনের জন্য নয় , ছেলেটির পাশে সব সময় থাকি । আপনি এত টা কামাচ্ছেন , এর থেকে যদি প্রতি মাসে , ২০০০ টাকা , কোন গরীব ছেলের পড়াশুনার খরচে ব্যয় করেন , দেখবেন নিজেকে অনেক সুখি লাগবে । ) আর শুনেছি , হুমায়ুন স্যার নাকি গল্প লিখতেন আর কান্না করতেন । নিজে কষ্ট টা উপলব্দি করতেন । আর আজ আমি এই গল্প টা লিখার সময় কান্না করেছি । সত্যিই আজ আমি গল্পের মধ্যে ঢুকতে পেরেছি। যদি কষ্ট লেগে থাকে তাহলে কি একটা শেয়ার করা যাবে আপনার প্রোফাইল উয়ালে ?? সবাকে পড়ার সুযোগ করে দিন প্লিজ প্লিজ

power of a mather love!!!

Posted on 12:34 PM

Funny Video Targate

Posted on 12:17 PM

Crop cutting machine!

Posted on 11:39 AM

Two Awesome Dancing Kids

Posted on 9:55 AM

World Record Dance

Posted on 9:49 AM
World Record Dance

Help make Bangladesh world famous

Posted on 3:08 AM

valobashar moto valbashle mpeg4

Posted on 11:17 PM

Pyar Kabhi Kam Nahi Karna-Prem Pratigya-Full song

Posted on 2:36 PM

Salman Shah 01 gan ame geye jabo

Posted on 2:30 PM

Bangla romantic song.. Valo Lage Rat

Posted on 2:11 PM

a jibon tomake dilam bondu_bangla movie song

Posted on 2:10 PM

tumi amar moner manus

Posted on 2:08 PM



tel gele furaiya (Humayun Faridi)

Posted on 1:53 PM


Amar Buker Modhe Khane

Posted on 1:47 PM

TUMI AMAR KOTO CHANA ( DUAT )

Posted on 1:46 PM

ailo darun fagun re by mk

Posted on 1:43 PM

Babare Baba Koi Dila biya

Posted on 1:41 PM

Ki Dia Mon Karila

Posted on 1:34 PM

Jodi Bou Shajogo

Posted on 1:32 PM



Comilla Chittagoang Highway

Posted on 8:53 AM

Dhaka Shishu Park

Posted on 8:51 AM

SapanPury,Dhaka Shishu Park

Posted on 8:49 AM

Funny Video Clip

Posted on 8:47 AM

babe Funny Video Clip

Posted on 8:45 AM

Dhaka Chittagoang Highway

Posted on 6:45 AM




All Frnd amr video ta like N share koro 

AMr sobe frnd akn like daw  



Dhaka to Chittagong Highway














Hindi Funny jock

Posted on 1:49 AM In: , ,









Bangladesh Love Story

Posted on 1:42 AM

Ai fasi khawTa KaR kaChe kemon Lage jaNi na,
bt amar kache Love ar janno Ai fasi khawta sOb Cheye nikRisto kaj moNe hoy...
Nijer jibon ke Je valobaste jane ne
Se Onne ke ki Vabe vaL bas be?
Are
Je ma baba Tader jonmo theke Ato kosto koRe Boro kore sen Tader Valo Basar Kono Mollo Nei A Der Kache?

Amar Priyo Sakal Bondu Bando Are Kache Ekta Onurud,
Please Ai Sob Dorner Durgotona Gotanor Age
Ekber Aponader Maa O Babar Kotha Ekti Barer Jonno Holeo Vab Ben!
Aponader Kichu Hole Tader Ki Obosta Hobe?????????



"Mosharraf Karim" "Bangla Natok" - Flexiload

Posted on 2:49 PM





Bangla Natok - The Artist [HD]

Posted on 2:42 PM

Goriber Bondhu - Episode 7 Part 2 END

Posted on 2:42 PM












Sikander Box Ekhon Pagol Prai - Part 3 EN...

Posted on 2:30 PM

Sikander Box Ekhon Pagol Prai - Part 2 [HD]

Posted on 2:29 PM

Sikander Box Ekhon Pagol Prai - Part 1 [HD]

Posted on 2:28 PM




"Mosharraf Karim" / "Bangla Natok" 2014 - "Atongko"

Posted on 2:19 PM

"Bangla Natok" - Doctor Jamai "Mosharraf Karim" /

Posted on 2:18 PM

"Bangla Natok" / "Bouer Jala" "Mosharraf Karim"

Posted on 2:17 PM


Bangla Natok 2014 Golmal Full

Posted on 2:16 PM







Bangla Natok Paliye Giye Biye By Apurbo & Prova

Posted on 2:12 PM

Bangla Natok 2014 Lojja ft Apurbo,Farah Ruma May

Posted on 2:11 PM












420 Episode 27 (Bangla Natok)

Posted on 1:59 PM























































































Love Funny Pic

Posted on 4:41 AM In: , ,


Be Care Fool

Posted on 4:41 AM In: , ,













adsense

Online


web stats

Translate

Powered by Blogger.

Blog Archive

adsense

Blog Archive